ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী এডিটরস ফোরামের কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

ইউসুফ চৌধুরী-রাজশাহীঃ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার।

সদস্যরা হলেন, দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচারের সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম। সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

সোমবার বিকেলে রাজশাহী এডিটরস ফোরামের অস্থায়ী কার্যালয়ে সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন হয়। সভায় রাজশাহীর স্থানীয় সংবাদপত্রের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

রাজশাহী এডিটরস ফোরামকে আরইউজের অভিনন্দনঃ নবগঠিত রাজশাহী এডিটরস ফোরামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সোমবার রাতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি এক অভিনন্দন বার্তায় রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের নতুন এই সংগঠনের সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সম্পাদকদের এই সংগঠন রাজশাহীর দৈনিক পত্রিকাগুলোর কল্যাণে কাজ করার পাশাপাশি কর্মরত সকল সাংবাদিকের বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক থাকবে বলে আরইউজের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে আরইউজে সব সময় রাজশাহী এডিটরস ফোরামকে পাশে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

নবগঠিত রাজশাহী এডিটরস ফোরাম ও আরটিজেএ’র নবনির্বাচিতদের যুব সংগঠন ইয়্যাসের অভিনন্দনঃ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ ফোরামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’। সোমবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুব সংগঠন ইয়্যাস’র সভাপতি উন্নয়নকর্মী মোঃ শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।

অভিন্দন বার্তায় তারা বলেন, “গণমাধ্যম হলো মানবসভ্যতার প্রতিচ্ছবি। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর চিত্র ধারণ করে সভ্যতার বুকে স্বাক্ষর রেখে চলে গণমাধ্যম। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয়। গণতন্ত্র ও গণমাধ্যম শব্দ দুটির মধ্যে ‘গণ’ বা জনগণের অংশগ্রহণ বুৎপত্তিগতভাবেই নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে আছে। আবার গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের এক ধরনের সমান্তরাল মিথষ্ক্রিয়াও কার্যকর। যেকোনো রাষ্ট্রে গণমাধ্যম হবে গণমানুষের সারথিস্বরূপ। অসহায় মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, যন্ত্রণা, হতাশা, দুর্দশা, অধিকার, অসাম্য প্রভৃতি বিষয় তুলে ধরে সমাধানের পথ ত্বরান্বিত করবে গণমাধ্যম। আবার দুর্নীতি, অপরাধ, অনাচার, অবিচার তথা সমাজের নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধেও হবে সোচ্চার। আর এ সোচ্চার হওয়ার মধ্য দিয়ে মানুষকে সংশোধনের পথ বাতলে দিয়ে একটি সুন্দর, নৈতিক ও মানবিক পৃথিবী গড়ে তোলাই হবে গণমাধ্যমের অন্যতম লক্ষ্য।”

তারা আরো বলেন, “গণমাধ্যম গুলোকে কার্যকর ও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প  নাই। তাই রাজশাহীতে সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন সত্যিই যুগোপযোগী এক সিদ্ধান্ত। আমরা এ ফোরামের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। একই সঙ্গে এ সংগঠনের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করছি।”

এদিকে, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ) নির্বাচনে নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’। গত শনিবার আরটিজেএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুব সংগঠন ইয়্যাস’র সভাপতি উন্নয়নকর্মী মোঃ শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজশাহী এডিটরস ফোরামের কমিটি গঠন

আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

ইউসুফ চৌধুরী-রাজশাহীঃ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার।

সদস্যরা হলেন, দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচারের সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম। সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

সোমবার বিকেলে রাজশাহী এডিটরস ফোরামের অস্থায়ী কার্যালয়ে সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন হয়। সভায় রাজশাহীর স্থানীয় সংবাদপত্রের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

রাজশাহী এডিটরস ফোরামকে আরইউজের অভিনন্দনঃ নবগঠিত রাজশাহী এডিটরস ফোরামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সোমবার রাতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি এক অভিনন্দন বার্তায় রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের নতুন এই সংগঠনের সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সম্পাদকদের এই সংগঠন রাজশাহীর দৈনিক পত্রিকাগুলোর কল্যাণে কাজ করার পাশাপাশি কর্মরত সকল সাংবাদিকের বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক থাকবে বলে আরইউজের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে আরইউজে সব সময় রাজশাহী এডিটরস ফোরামকে পাশে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

নবগঠিত রাজশাহী এডিটরস ফোরাম ও আরটিজেএ’র নবনির্বাচিতদের যুব সংগঠন ইয়্যাসের অভিনন্দনঃ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ ফোরামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’। সোমবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুব সংগঠন ইয়্যাস’র সভাপতি উন্নয়নকর্মী মোঃ শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।

অভিন্দন বার্তায় তারা বলেন, “গণমাধ্যম হলো মানবসভ্যতার প্রতিচ্ছবি। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর চিত্র ধারণ করে সভ্যতার বুকে স্বাক্ষর রেখে চলে গণমাধ্যম। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয়। গণতন্ত্র ও গণমাধ্যম শব্দ দুটির মধ্যে ‘গণ’ বা জনগণের অংশগ্রহণ বুৎপত্তিগতভাবেই নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে আছে। আবার গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের এক ধরনের সমান্তরাল মিথষ্ক্রিয়াও কার্যকর। যেকোনো রাষ্ট্রে গণমাধ্যম হবে গণমানুষের সারথিস্বরূপ। অসহায় মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, যন্ত্রণা, হতাশা, দুর্দশা, অধিকার, অসাম্য প্রভৃতি বিষয় তুলে ধরে সমাধানের পথ ত্বরান্বিত করবে গণমাধ্যম। আবার দুর্নীতি, অপরাধ, অনাচার, অবিচার তথা সমাজের নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধেও হবে সোচ্চার। আর এ সোচ্চার হওয়ার মধ্য দিয়ে মানুষকে সংশোধনের পথ বাতলে দিয়ে একটি সুন্দর, নৈতিক ও মানবিক পৃথিবী গড়ে তোলাই হবে গণমাধ্যমের অন্যতম লক্ষ্য।”

তারা আরো বলেন, “গণমাধ্যম গুলোকে কার্যকর ও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প  নাই। তাই রাজশাহীতে সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন সত্যিই যুগোপযোগী এক সিদ্ধান্ত। আমরা এ ফোরামের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। একই সঙ্গে এ সংগঠনের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করছি।”

এদিকে, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ) নির্বাচনে নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’। গত শনিবার আরটিজেএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুব সংগঠন ইয়্যাস’র সভাপতি উন্নয়নকর্মী মোঃ শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।